সম্পাদকীয়(সংস্কার: নভেম্বর-ডিসেম্বর 2021)মহামারী। প্যানডেমিক। করোনা কাল। করোনায় কেড়ে নিল প্রায় দু'টি বছরের চেয়েও বেশি সময়। ২০২০ সালে করোনাকালের লকডাউনের কথা স্মৃতি হয়ে আজও সমাজের প্রতিটি মানুষের মধ্যে.......
বিস্তারিত পড়ুননভেম্বর-ডিসেম্বর2021(আয়াত নং: ১৯ থেকে ৩১)১৯. মহাকাশ এবং পৃথিবীতে যারাই আছে সবাই তাঁর। তাঁর কাছে যারা রয়েছে তারা তাঁর ইবাদতের ব্যাপারে অহংকার করে না এবং ক্লান্তিও বোধ করে না।২০. তারা তাঁর তসবিহ করে, রা.......
বিস্তারিত পড়ুনওমর ইবনু খাত্তাব রা. হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যদি আল্লাহ তায়ালার উপর এমনভাবে তাওয়াক্কুল করতে আরম্ভ কর যেমন তাওয়াক্কুলের হক রয়েছে তবে তোমাদেরকে.......
বিস্তারিত পড়ুন
*** ইসলাম ***
প্রশ্নঃ ইয়াকুব আ. এর পুত্রের নাম কি?
উত্তরঃ হযরত ইউসুফ আ.।
প্রশ্নঃ দাউদ আ. এর পুত্রের নাম কি?
উত্তরঃ সুলাইমান আ.।
প্রশ্নঃ যাকারিয়া আ. এর পুত্রের নাম কি?
উত্তরঃ ইয়াহইয়া আ.।
প্রশ্নঃ পবিত্র আল-কুরআনে কয়টি জাহান্নামের নাম উল্লেখ করা হয়ছে?
উত্তরঃ ৬টি।
প্রশ্নঃ কুরআনে উল্লেখিত ৬টি জাহান্নামের নামগুলো কি কি?
উত্তরঃ ১. জাহান্নাম, ২. সাঈর, ৩. হুতামা, ৪. লাযা, ৫. সাক্কার, এবং ৬. হাভিয়া।
প্রশ্নঃ পবিত্র আল-কুরআনে কোন সূরাতে ব্যাভিচার সম্পর্কে দন্ডবিধি বা শাস্তির আলোচনা করা হয়েছে?
উত্তরঃ সূরা ‘নূর’ আয়াত ০২।
*** বাংলাদেশ ***
প্রশ্নঃ বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনি¤œ স্তর কোনটি??
উত্তরঃ ইউনিয়ন পরিষদ।।
প্রশ্নঃ একমাত্র উপজাতি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার নাম কি?
উত্তরঃ ইউ কে চিং।
প্রশ্নঃ মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তরে দৈর্ঘ্য কত?
উত্তরঃ ২৭১ কিলোমিটার।
প্রশ্নঃ বাংলার স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে?
উত্তরঃ ফখরুদ্দিন মোবারক শাহ।
প্রশ্নঃ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত?
উত্তর: চাঁপাইনবাবগঞ্জ।
প্রশ্নঃ ঢাকার বিখ্যাত ধোলাইখাল খনন করেন কে?
উত্তরঃ সুবেদার ইসলাম খান।
প্রশ্নঃ ঢাকার গুলিস্তানের জিরোপয়েন্টের বর্তমান নাম কি?
উত্তরঃ নূর হোসেন স্কোয়ার।
প্রশ্নঃ বাংলাদেশ ব্যাংক নোটের বিপরীতে নিরাপত্তার হিসেবে কি রির্জাভ রাখে?
উত্তরঃ স্বর্ণ।
প্রশ্নঃ বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার প্রবর্তন করেন কত সালে?
উত্তরঃ ২০১০ সালে।
প্রশ্নঃ বাংলাদেশের কোন ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয়
উত্তরঃ বর্ষা ঋতু।
প্রশ্নঃ বাখরাবাদ গ্যাস কারখানা কোথায় অবস্থিত?
উত্তরঃ কুমিল্লা, মুরাদনগর।
প্রশ্নঃ বাংলাদেশ-ভারত ছিটমহল চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
উত্তরঃ ২০১৫ সালে।
প্রশ্নঃ আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় কত সালে?
উত্তরঃ ১৯৬৯ সালে।
*** আন্তর্জাতিক ***
প্রশ্নঃ জুলিয়াস সিজার বিখ্যাত কি হিসেবে?
উত্তরঃ রোমান স¤্রাট হিসেবে।
প্রশ্নঃ সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ দ্রাবিড়গণ।
প্রশ্নঃ ভারতে প্রথম অবাঙ্গালি রাষ্ট্রপতির নাম কি?
উত্তরঃ রাজেন্দ্র প্রসাদ।
প্রশ্নঃ ইতিহাসে বিখ্যাত ‘ট্রয়’ নগরী কোথায় অবস্থিত?
উত্তরঃ তুরস্কে।
প্রশ্নঃ রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটে কত সালে?
উত্তরঃ ১৯১৭ সালে।
প্রশ্নঃ জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর কার্যক্রম শুরু হয় কত সালে?
উত্তরঃ ১৯৪৮ সালে।
প্রশ্নঃ ইউরোপের দ্বার বলা হয় কোন দেশকে?
উত্তরঃ ভিয়েতনাম।
প্রশ্নঃ কোন সভ্যতা প্রথম বাটখারা ব্যবহার শুরু করেন?
উত্তরঃ সিন্ধু সভ্যতা।
*** বিজ্ঞান ***
প্রশ্নঃ ইঞ্জিনে কার্বুরেটর কি পাওয়া যায়?
উত্তরঃ পেট্রোল ইঞ্জিন।
প্রশ্নঃ সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যরে বিকিরণ হয় কিসের মধ্যমে?
উত্তরঃ গামা রশ্মি।
প্রশ্নঃ মানুষের হৃৎপিন্ডে প্রেকোষ্ঠ কয়টি ?
উত্তরঃ ৪টি।
প্রশ্নঃ বিলিরুবিন তৈরী হয় কিসের মাধ্যমে?
উত্তরঃ প্লীহার।
*** কম্পিউটার ***
প্রশ্নঃ তথ্যের ক্ষুদ্রতম একক কি?
উত্তরঃ শক্তি।
প্রশ্নঃ ডেটা শব্দের অর্থ কি?
উত্তরঃ ফ্যাক্ট।
প্রশ্নঃ বিশেষ প্রেক্ষিতে ডেটাকে অর্থবহ করার নামকে কি বলা হয়?
উত্তরঃ ইনফরমেশন ।
*** খেলাধূলা ***
প্রশ্নঃ প্রথম টেস্ট ক্রিকেট শুরু হয় কত সালে?
উত্তরঃ ১৮৭৭ সালে।
প্রশ্নঃ টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে শততম শতক করেন কে?
উত্তরঃ শচীন টেনডুলকার।